1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৬ জুন ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ‘বিদেশে নেওয়ার সুপারিশ’ মেডিক্যাল বোর্ডের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩০ বার পঠিত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

শনিবার (১৭ জুন) বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সাংবাদিকদের এমন কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘এবারও মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বারবার অনুরোধ করেছেন, তারা লিখিতভাবেও বলেছেন যে— ম্যাডামের (খালেদা জিয়া) লিভারের উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব; ওনাকে যে কোনও অ্যাডভান্স সেন্টারে বিশেষ করে লিভারের সর্বশেষ আধুনিক সেন্টারে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করেছেন এবং সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন।’

তিনি বলেন, ‘ওনার (বেগম খালেদা জিয়া) হাসপাতালে ঘন ঘন যাতায়াতেই প্রমাণ হয় যে— আমরা ওনাকে সঠিক চিকিৎসা যেটুকু দেওয়া সম্ভব, সেটুকু আমরা পর্যাপ্ত দিতে পারছি না।’

খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের পূর্বে যে রোগগুলো ছিল, সেগুলোর পাশাপাশি ডাক্তারদের পরামর্শে নতুন করে কিছু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। এখন বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com