ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাদিয়া রাইয়ান আহমেদ। সোমবার (১২ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬৭তম সভায় সায়েম আহমেদের স্থলাভিষিক্ত হন তিনি। সাদিয়া রাইয়ান আহমেদ ২০২২ সালের ১৪ জুন থেকে ব্যাংকের একজন পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১২ সাল থেকে তিনি বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল স্পিনিং মিলে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজধানীর বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডার ব্রাঙ্কসাম হল এবং কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টো সেন্ট জর্জ থেকে শিক্ষা জীবন শেষ করেছেন।