ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) সামনে ফুটপাত থেকে মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটে সংলগ্ন আরএস হোটেলের সামনের সড়কে মৃত নবজাতকের মরদেহটি কুকুরের মুখে ছিল। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
শনিবার (১০ জুন) বিকালে এই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯ খবর পেয়ে বিকাল ৫টায় হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটে সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।’
কে বা কারা ফুটপাতে নবজাতকটিকে ফেলে রেখে যায় কিছুই জানা যায়নি। নবজাতকটির লাশ মর্গে রাখা হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে এসআই নূরে আলম।
পথচারীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শুনেছি নবজাতকটিকে একটি কুকুর মুখে করে রাস্তায় হাঁটছিল। সেখানে পথচারী ও ফুটপাতের দোকানিরা মুখ থেকে ছাড়িয়ে রাখে। পরে ট্রিপল নাইনে ফোন দেয়।’
পথচারী নাদিম ইসলাম বলেন, ‘আরএস হোটেলের সামনে সড়কে একটি কুকুর নবজাতকটিকে মুখে কামড়ে ধরে দৌড়াচ্ছিল। সে সময় ঢামেকের সামনে ফুটপাতের দোকানিরা দেখতে পেয়ে কুকুরটিকে লাঠি দিয়ে আঘাত করে নবজাতকটিকে ছাড়িয়ে নিয়ে ট্রিপল নাইনে ফোন দেয়। পরে পুলিশ এসে ওই নবজাতকটিকে উদ্ধার করে।’