কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ একজনকে জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্র জানায়, বৃহঃপতিবার সাড়ে পাঁচটার সময় সদর দক্ষিণ মডেল থানার এসআই উত্তম কুমার সরকার, এএসআই ইয়াছিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজালাল (৩০), পিতা- আবুল কালাম @ কালা মিয়া, সাং-কৃষ্ণপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ২১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ আসামী শাহজালাল (৩০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৮/৬/২৩ খ্রিঃ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৯(খ) রুজু করা হয়েছে।