কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেশপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩ জুন রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১ টি চাপাতি, ২ টি রামদা ও ২০ বোতল ফেন্সিডিল’সহ দুইজনকে গ্রেফতার করা হয়।
রবিবার (৪ জুন) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামিরা কুমিল্লা কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা গ্রামের মৃত বা”চু মিয়া এর ছেলে মোঃ জয়নাল হোসেন (৩৬) ও একই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে মোঃ নাজমুল হক রাসেল
(৪৩)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।