চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) সকালে তার মুঠোফোনে একটি নম্বর থেকে দুই দফা ফোন করে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।
এ সময় প্রতীক দত্ত অফিসের কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকার শাহবাগ থানায় জিডি করেছেন এই ম্যাজিস্ট্রেট।
জিডিতে তিনি উল্লেখ করেন, ‘সকাল ৮টা ৪৬ মিনিটে শাহবাগ থানাধীন জগন্নাথ হলের গেটের সামনে অবস্থানকালে আমার ব্যক্তিগত নম্বরে একটি নম্বর থেকে কল করা হয়। কল রিসিভের পর কোনও পরিচয় না দিয়ে গালিগালাজ শুরু করা হয়। এরপর আমাকে যেখানে পাবে গুলি করে ও জবাই করে হত্যার হুমকি দেয়। এরপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করা হয়। এ অবস্থায় ফোন কেটে দিই। এর দুই মিনিট পর ৮টা ৪৮ মিনিটে ভিন্ন আরেকটি ফোন নম্বর থেকে কল করে এক ব্যক্তি আবারও গালিগালাজ শুরু করে। আমি কোনও কথা না বলায় ১৯ সেকেন্ড পর অপর প্রান্ত থেকে কলটি কেটে দেওয়া হয়।’
সম্প্রতি ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান ও বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারসহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন প্রতীক দত্ত। সবশেষ গত মঙ্গলবার চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসের সামনে জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণাধীন ইসলামী সমাজকল্যাণ পরিষদের দখলে থাকা সম্পত্তি উদ্ধার করে সরকারি খাতে আনেন। তবে কোন ঘটনার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রতীক দত্তকে হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।