বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হলেন কুমিল্লার দুই সাংসদ। তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও কুমিল্লার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা প্রয়াত আফজাল খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
বুধবার (৩১ মে) জাতীয় সংসদ অধিবেশনে পাঁচজন প্যানেল স্পিকারের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। সংসদে স্পিকার, ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে প্যানেল স্পিকারগণ অগ্রবর্তীতা অনুসারে যিনি থাকবেন তিনি স্পিকারের চেয়ারে বসে অধিবেশন পরিচালনা করবেন।
পাঁচজন প্যানেল স্পিকারে মধ্যে বাকিরা হলেন- পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি।
অধ্যপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র ব্যক্তিগত সহকারি সমীর দাস ও আঞ্জুম সুলতানা সীমা এমপি’র ব্যক্তিগত সহকারি জয়ন্ত বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপিকে প্যানেল স্পিকার মনোনীত করার সংবাদে তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। তাদের নেতা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত’কে প্যানেল স্পিকার মনোনীত করার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেতা-কর্মীরা। অপরদিকে, একই খবরে বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা শহরে প্রয়াত নেতা অধ্যাপক আফজাল খান সমর্থিত ও আঞ্জুম সুলতানা সীমা এমপি’র ভক্ত সমর্থকরা আনন্দ উল্লাস করেন।
গত ২০২১ সালের ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।