বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা প্রশাসনের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
আজ (২৮ মে) রবিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালে এশীয় শান্তি সম্মেলনের এক অনা ড়ম্বর অনুষ্ঠানে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে “জুলিও কুরি” শান্তি পদক পরিয়ে দেন। পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আ’লীগের সভা পতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আলোসভায় উপজেলার কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আদম দীঘি উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক পরিবেশিত হয়।