বগুড়ার আদমদীঘিতে গতকাল বৃহ:স্পতিবার রাতে পনেরো পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত আল-শাফি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে লাল মিয়া (৪০) ও এমদাদুল সরদারের ছেলে রনি সরদার (২১)
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান বলেন, বৃহস্পতিবার রাতে আদমদীঘি ব্রীজ সংলগ্ন এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহা সড়কের চেকপোস্টে দায়িত্ব পালন কালে সন্দেহ জনক ভাবে দুই ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করলে ১৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদক, সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষার্থে মহাসড়কে বিশেষ অভিযান চলছে। এসময় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করলে উল্লেখিত পরিমান ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।