কুমিল্লা কাপ্তানবাজারে গাঁজা পরিবহণকালে মোঃ কাজী কাদের (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে রাতে সদরের কাপ্তান বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।
আটক হওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার মাশুরা গ্রামের মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে ।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, আটক হওয়া ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন থানার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা-চট্টগ্রাম মহাড়কের আনায়ন করত। অন্যান্য গাড়ি মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।