বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভা রোডে অবস্থিত ববি ফার্মেসীর সত্ত্বাধিকারী মকছেদ খাঁন বিশুকে তিনশত পিচ অ্যাম্পুল ইনজেকশনসহ গতকাল মঙ্গলবার গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা।
গ্রেফতারকৃত মকছেদ খাঁন বিশু (৫৫) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার অধিনস্ত তিন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকার মাসুদ খানের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা রোডে অবস্থিত মকছেদ খাঁন বিশুর নিজ বাসা সংলগ্ন ববি ফার্মেসী নামে একটি ঔষুধের দোকান রয়েছে। সেখানে দীর্ঘদিন যাবত তিনি নেশা জাতীয় ওষুধ বেচাকেনা করে আসছিলো। গতকাল মঙ্গলবার দুপুর আড়াই ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল সান্তাহার সদস্যরা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানার নেতৃত্বে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাসা তল্লাশি করে শয়ন কক্ষের ভিতরে খাটের নিচ থেকে একটি কার্টুনে মোড়ানো ৩০০ পিচ অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধারসহ বিশুকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতকাল নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেফতারকৃত আসামি বিশুর রিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।