প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণসহ সাত দফা দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি মানা না হলে আগামী ২৮ মে থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
রবিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষিক সমিতি’ আয়োজিত অবস্থান কর্মসূচি শেষে এই ঘোষণা দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো তারাও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করেন। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন পেলেও তারা তেমন কোনও বেতন পান না। ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আড়াই হাজার টাকা, সহকারী শিক্ষক ২ হাজার ৩০০ টাকা বেতন পান। বাকি রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকরা ৩৭ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। তাই তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ সাত দফা দাবি জানান।
তারা বলেন, গত ১২ অক্টোবর আমাদের দাবির কথা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করলে তিনি দুই মাসের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু এরপর চার মাস পার হলেও দাবি বাস্তবায়িত হয়নি। আজ আমরা দাবির পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি পালন করছি।
এ সময় তারা দাবি পূরণ না হলে আগামী ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত সব জেলার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি আগামী ২৮ মে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করবেন বলে জানান।
তাদের দাবিগুলো হলো– বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করা; স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তিসহ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো সব সুযোগ-সুবিধা দেওয়া; মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নাম্বারে অন্তর্ভুক্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় চতুর্থ শ্রেণির পদ সৃষ্টি করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করা।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আহসান হাবিবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে ছিলেন সংগঠনের মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক আনছারী, মাওলানা জহুরুল আলম প্রমুখ।