কুমিল্লায় র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক দুটি অভিযানে চান্দিনা ও সদর থেকে ৪০ কেজি গাঁজাসহ সাহাদাত হোসেন সিহাব ও তিনশত পিস ইয়াবাসহ রিয়াদ ও সাইফুল নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) ভোরে উপজেলার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আটককৃত যুবক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাবুপুর শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
অপর একটি অভিযানে সদরের চাঁপাপুর এলাকা থেকে রিয়াদ ও সাইফুল নামের দুই যুবককে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে র্যাব সদস্যরা।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।