কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিয়ার ও ফেন্সিডিলসহ মোঃ ফারুক হোসেন ছোটন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল রাত আড়াইটায় উপজেলার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
এসময় ৫৫ বোতল ফেন্সিডিল ও ৬৪ ক্যান বিয়ারসহ মাদক কারবারি ছোটনকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে
সোমবার (১ মে) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।