কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৯ এপ্রিল) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসড়া উত্তর পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃত আসামিরা হলেন, চাঁদপুরের ভাটিয়ালপুর গ্রামের মৃত. আঃ ছমিদ প্রঃ আঃ ছামাদ গাজীর ছেলে মমিন গাজী (৪৫) ও কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মোঃ বশির আহম্মদের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০)।
চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসড়া উত্তর পাড়া সাকিনস্থ তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করাকালে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।
তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।