কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
২০১৫ সনের ১০ অক্টোবর দিবাগত রাতে বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের মোঃ শরীফ মিয়ার বসতবাড়িতে আসামীগণ অনধিকার প্রবেশ করে ভিকটিম আমিনুল ইসলাম ওরফে আমরুদকে হত্যা করে।
এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ৭ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। সাক্ষ্য জেরা শেষে আসামী কদ্দুছ মিয়া (৫২) কে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামী আবুল কালাম, ধনু মিয়া, নিকুল মিয়া, মকুল মিয়া, সোনাফর ও ফুকন মিয়া ওরফে ফুক্কুকে দঃ বিঃ ৩০২/৩৪ ধারা দোষী সাব্যস্থ করে প্রত্যেকেকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ের ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আবু সাঈদ ইমাম ও আসামীপক্ষে ছিলেন এ্যাড. আহসান হাবিব সবুজ।