1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

কু‌মিল্লা নগরীর দ:চর্থায় ছু‌রিকাঘা‌তে যুবক‌কে হত্যা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ বার পঠিত

কুমিল্লায় নতুন বছরের শুরু হল হত্যাকা‌ন্ডের ঘটনার মাধ্য‌মে । থার্টি ফাস্ট নাইটেই কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার পশ্চিম পাড়া এলাকায় হৃদয় না‌মের এক যুবক‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা করা হয়। নতুন বছ‌রের শুরু‌তে শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সু‌ত্রে জানা যায়, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে ফয়সাল আহমেদ হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়।

পুর্ব শত্রুতার জের ধ‌রে ওই যুবকরা হৃদয়কে নতুন বছ‌রের প্রথম দি‌নে পিক‌নিক করাকালীন ডে‌কে নি‌য়ে ছুরিকাঘাত করে হত্যা ক‌রে। নিহত ফয়সাল ইসলাম হৃদয় (২০) একই এলাকার বড় পুকুরপাড় এলাকার চা দোকানী বাবুল মিয়ার ছেলে।

নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করতেন। গেলো বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়। গতকাল রাত দেড়টায় হৃদয়সহ তারা বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিলো। তখন হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে হাত পায়ের রগ কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কোপানো হয়। স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com