পাবনার সাঁথিয়া থানার সন্নিকটে স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ মনসুরুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চরের দল ৩২ ইঞ্চি এলইডি রঙ্গিন টিভিসহ বেশকিছু জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চরের দল সুকৌশলে বাড়ির পিছন দিক দিয়ে বিল্ডিয়ের জানালার গ্রিরিল কেটে চেম্বারে ঢুকে রঙ্গিন টিভিসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে যায়।
বাড়ির মালিক ডাঃ মনসুরুল ইসলাম জানান, আমার স্ত্রী’র চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেলে আছি। সকালে আমার বাড়ির দারোয়ানের কাছে শুনতে পেলাম বাড়িতে চুরি হয়েছে। কি কি নিয়েছে এখনও আমি নিশ্চিত করে বলতে পারছি না। সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাঁথিয়া বাজারসহ উপজেলার বেশ কয়েটি জায়গায় পরপর চুরি হওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদে চুরি,সাঁথিয়া থানার পাশে সান মার্কেট হতে সঞ্জয় কুমারের ইলেকট্রিক মটর চুরি, সাংবাদিক উজ্জলের বাড়িতে চুরি,উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি কার্তিক সাহার বাড়িতে চুরি, সাব্বির মাষ্টারের বাড়িতে চুরি, কালাইচারার জহুরুলের বাড়িতে চুরি,সাবেক অধ্যক্ষ আয়েজ উদ্দিনের বাড়ির ভারাটিয়ার বাসায় চুরি এসব চুরির কারনে জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বাজারের দু’টি চুরিই শেষরাতে সংঘটিত হয়েছে এবং নেশাখোরেরা এ জাতীয় চুরি করছে বলে মনে হচ্ছে। খুব দ্রুতই চুরির রহস্য উম্মেচিত হবে এবং চোরও গ্রেফতার হবে।