কঙ্গ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টের ১৬২ সদস্য। শনিবার (১২ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে পুলিশের ফিমেল ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) ইউনিটের ১৬২ জনের এ ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সালমা সৈয়দ পলি। সফলতা ও সুনামের সঙ্গে তারা এক বছর সাড়ে তিন মাস তারা কঙ্গো শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করলেন। পুলিশ সদর দফতরের ইউএন শাখার কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে মিশন সম্পন্নকারী শান্তিরক্ষীদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এফপিইউ প্রেরণ করছে। জাতিসংঘ মিশনে অংশগ্রহনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সেরা প্রশংসা অর্জন করে।
এছাড়াও জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আবার প্রথম স্থান অর্জন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।বর্তমানে ছয় হাজার ৭৩১ জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন।