স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্টের কথা বলে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা সত্যি কি না খতিয়ে দেখা হবে। বিচারের আগে যারা রিপোর্টটি সরবরাহ করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ বিষয়ে প্রথম আলো লিখেছে। আমরা দেখবো এর সত্যতা কতখানি। কার মাধ্যমে তিনি তথ্যগুলো পেয়েছেন। এবং বিচারের আগেই কেন তিনি প্রকাশ করলেন।আদালত তো মন্ত্রণালয়ের কাছে তথ্য প্রমাণ চাইবে, পত্রিকার কাছে চাইবে না। আদালত না চাওয়া পর্যন্ত আমরা এটা ধরে রাখবো। আর তদন্ত রিপোর্ট পরবর্তীতে এরকম যেন প্রকাশ না হয় সেটার ব্যবস্থা নেব।
এ জাতীয় আরো খবর..