1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এত ভালোবাসা কই যাবে দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জুবাইদা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আওয়ামী লীগকে আর দেখতে চায় না ১৮ কোটি মানুষ’ ভিডিও রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যেগে লিফলেট বিতরন করা হয়। সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় সংসদের আ‌য়োজ‌নে নয়া পল্টনে সমাবেশ বিএনপি কৃষক বান্ধব দল — ওবায়দুর রহমান চন্দন কড়া ‘অ্যা’কশন’ নিতে ভারতীয় সেনাদের নির্দেশ মোদির

সান্তাহারে অগ্নিদগ্ধে মারা যাওয়া গৃহবধূর স্বামী গ্রেফতার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘির বশিপুর গ্রামের এক‌টি বা‌ড়ি‌তে ভয়াবহ অগ্নিকান্ডে শামিমা বেগম নামের এক গৃহবধূ ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় নিহতের স্বামী ফল ব্যবসায়ী আজাদুল ইসলামকে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ।

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদর থানার পলি মঙ্গলপুর গ্রামে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আজাদুল ইসলাম (৫২) বশিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

এদিকে অগ্নিদগ্ধে নিহত শামিমা বেগমের ভাই উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম বাপিহার পাড়ার আজিজার রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গত ২৭ জুলাই রাতে আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের ফল ব্যবসায়ী আজাদুল ইসলাম ও তার স্ত্রী শামিমা বেগম খাবার পর রাতে স্বামী স্ত্রী এক ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহবধু শামিমা বেগম পুড়ে মারা যায়। একই ঘরে শায়িত তার স্বামী আজাদুল ইসলাম ওই রাত থেকেই রহস্য জনক ভাবে নিখোঁজ হয়।

পুলিশ নিখোঁজ আজাদুল ইসলামকে খুঁজে বের করতে নানা ভাবে তৎপরতা চালায়। অবশেষে আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তার মেয়ের বাড়ি নওগাঁ সদর থানার পলি মঙ্গলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল উক্ত আসামিকে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com