বগুড়া আদমদীঘি দমদমা গ্রামের বেইলি ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আদমদিঘী থানা পুলিশ।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন নাগরিক খবরকে বলেন, গতকাল শুক্রবার বিকেলে অত্র উপজেলার রক্তদহ বিলের বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় দমদমা গ্রামের পাকা রাস্তার উপরে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আওয়াল কাফি, এএসআই মহিউদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাদের তল্লাশি করে আনারুল হক আনন্দের কাছে থাকা বাজারের ব্যাগের ভিতর বিশেষ কায়দায় মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, নওগাঁ জেলার সদর থানার ইকরকুড়ি গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আনারুল হক আনন্দ (৫৮) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মমিদুল ইসলাম (৩৩) ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।