কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে মহানগরীর কাপ্তানবাজার এলাকা থেকে একটি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও দু্ইজনকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের এসআই তুষ্ট লাল বিশ্বাস নাগরিক খবরকে জানান,শুক্রবার ভোরে একটি প্রাইভেটকার (যাহার রেজি নং-ঢাকা মেট্রো গ-২২-৭৯৮১) তল্লাশীকালে গাড়ীর পেছনের ডালার মধ্যে ৩০(ত্রিশ) কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ীর চালক মোঃ নূর নবী(২৭) ও আরোহী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়গঞ্জ সদরের সিমরাইল সানারপাড়ের দেলোয়ার হোসেনের ছেলে গাড়ীর চালক মোঃ নূর নবী এবং কুমিল্লা সদরের বি পাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার মৃত শফিকুল ইসলাম প্রকাশ ধনু মিয়া প্রকাশ মানিক প্রকাশ সালামের ছেলে সাদ্দাম হোসেন ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সাদ্দাম এবং মোঃ নুর নবী জানায়, তারা উভয়েই উক্ত গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা সরবরাহের জন্য অদ্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়।
এ ঘটনায় ডিবির এস.আই (নিঃ) তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।