২০২১ সালের ২ জানুয়ারি কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে পবিত্র দায়িত্ব গ্রহণের পরপরই বলেছিলাম সেদিন থেকে আমার বিদায় ক্ষনের গণনা শুরু।
সেই গণনার পালা শেষ হতে চলেছে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২২.৮. ২২ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদানের উদ্দেশ্যে প্রস্থানের মাধ্যমে।
বিদায় ক্ষণে শিরোনামের স্বাগত শব্দটি স্বভাবতই খটকা লাগতে পারে ।
কুমিল্লার মত সমৃদ্ধ জনপদের সময় নেই আমার মত একজন সাধারণ মানুষকে মনে রাখার। কিন্তু দায়িত্ব পালনকালীন সময়কালে কুমিল্লার প্রতিটি ক্ষণ, প্রতিটি স্মৃতি প্রস্থানের পর “ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা-যাওয়া” এর মত বিনা বাঁধায় মনের কোনে উঁকি দিবে।তাই বিদায় ক্ষণেই জানানো হল স্বাগত কুমিল্লা।
বরাবরের মতোই অনেক কিছু করেছি দাবি করি না। তবে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে সরকারি পবিত্র দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সাথে সৃজনশীল ও ভিন্নধর্মী কিছু করারও প্রচেষ্টা নিয়েছি।
একই সাথে নিজ অবস্থানে জ্ঞানত, ইচ্ছাকৃত কারো সামান্যতম ক্ষতির কারণ যাতে না হই সে বিষয়ে সজাগ থেকেছি।
পরিশেষে কেউ কোন কারনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
সকলের নিকট দোয়াপ্রার্থী।
কুমিল্লার জনপ্রতিনিধিবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও সকল কুমিল্লাবাসীর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।
ফারুক আহমেদ পিপিএম (বার)
পুলিশ সুপার,
কুমিল্লা।
(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)
বিদায় বেলায় কুমিল্লা পুলিশ সুপারের বাসভবন লাগোয়া উজির দীঘিকে উপলক্ষ করে কুমিল্লার প্রতি ভালবাসার পংক্তিমালা
“দীঘির সাথে প্রেম”
ফারুক আহমেদ (পিপিএম)
ছিলে আষ্টেপৃষ্ঠে লেগে,
এমন সৌন্দর্যের আধার এভাবে কাছে থাকলে তাকে কি অবহেলা করা যায়,
কিন্তু করেছি ,
সকালবেলা সূর্যের আলোতে ডাগর চোখে তাকিয়ে থাকতে, মন ভরে তোমাকে দেখবো বলে , এক কাপ চা খাওয়ার ছলে তোমার দিকে তাকিয়ে থাকাকে তুমি খুব ভালবাসতে,
ব্যস্ততার কারণে ,দায়িত্বের চাপে তোমার দিকে না তাকিয়েই চলে যেতাম ,
সারাদিন অপেক্ষায় থাকতে, তারপর রাত হলে ঘুম ঘুম চোখে জেগে থাকতে,
অনেক রাতেও তুমি জোছনার আলোয় ম্লান চোখে তাকিয়ে থাকতে ,
শেষ বেলায় যদি একবার ভালবাসার চোখে তোমাকে দেখি, সারাদিনের ক্লান্তিতে সেটাও সম্ভব হতো না ,
আজ চলে যাবার সময় তোমার দিকে তাকিয়ে ভিতরে হাহাকার জেগে উঠেছে ,
কেন এতদিন অবহেলা করলাম তোমাকে ,
তোমার এই অপার সৌন্দর্যকে, আর শত চেষ্টা করলেও আমাদের এভাবে থাকা হবেনা,
দেখা হবে না।