কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানা এলাকা থেকে ২৬
কেজি গাঁজা, ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক
কারবারিকে গ্রেফতার করে।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৬ আগস্ট ২০২২ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কমলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৬ কেজি
গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাব’র ছেলে মোঃ জামাল হোসেন(৪৬)
। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১ (এক)
টি ইজিবাইক জব্দ করা হয়।
পৃথক আরোও একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৬ আগস্ট ২০২২ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০
বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ধর্মপুর (মাঠের বাড়ী) গ্রামের আব্দুর রহমান’র ছেলে মোঃ ইউসুফ (১৯); ও চট্টগ্রাম জেলার হালিশহর থানার পাঁচঘর পাড়া গ্রামের মিজানুর রহমান’র ছেলে মোঃ মিনহাছুর ইসলাম@সুমন (১৯)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।