ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার এর মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল সাউদাম্পটনে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাটে করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে ২০ বল বাকি থাকতে ১০১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় প্রোটিয়াদের।