শিশু ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন মো. সবুজ (২২)
রাজধানীর আদাবরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সবুজ (২২) নামের এক তরুণের যাবজ্জীবন ও এক লাখ টাকার অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া, অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে বিচারক সবুজকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ নভেম্বর পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজধানীর আদাবর থানায় মামলা করেন শিশুটির মা স্বপ্না বেগম। মামলার পরদিনই সবুজকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটির মা-বাবা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই শিশুকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন সবুজ।
সন্ধ্যার পরে শিশুটির মা-বাবা বাসায় ফিরে এসে মেয়ের কাছ থেকে সব জানতে পেরে আদাবর থানায় সবুজের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ৩১ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
২০২২ সালের ১০ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলা চলাকালে নয়জন সাক্ষীর মধ্যে নয়জনই আদালতে সাক্ষ্য দেন। জানি