চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) মো. মাহাবুবর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে সিএমপি কমিশনার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একই পদে এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।