কোরবানি ঈদের আগে আবারও সারাদেশের মতো চট্টগ্রামে নিত্যপণ্য বিক্রি করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে আগের মতো ট্রাকসেল নয়, এবার টিসিবির অনুমোদিত নির্ধারিত ডিলারের দোকানে মিলবে এসব পণ্য।
চট্টগ্রাম মহানগরীসহ ১৫ উপজেলায় ৫ লাখ ৩৫ হাজার পরিবার টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব নিত্যপণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে টিসিবি। একজন গ্রাহক সর্বোচ্চ দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি মসুর ডাল কিনতে পারবেন।
গ্রাহকদের জন্য প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা মূল্য নির্ধারণ করেছে টিসিবি। তবে সব পণ্য একত্রে নিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই টিসিবির। ২২ জুন থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। গত রমজানেও চট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার পরিবার টিসিবির ফ্যামিলির কাছে কার্ডের আওতায় নিত্যপণ্য সামগ্রী বিক্রি করা হয়েছিল।
টিসিবি সূত্রে জানা গেছে, এবার পণ্য তালিকায় থাকা প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা করে বিক্রি করা হবে। রোজার পর তেলসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়লে মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাকে করে দেশজুড়ে টিসিবির পণ্য বিপণন শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে টিসিবি।
এখন কোরবানি ঈদের আগে আগামী ২২ জুন থেকে আগের মতো ফ্যামিলি কার্ডের আওতায় সরকারি বিপণন সংস্থা (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।
টিসিবি চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, গত রমজানের মতো এবারও সুলভ মূল্যে তেল, চিনি, মসুর ডাল দেবে টিসিবি। চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার পরিবার টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ সুবিধা পাবেন।
একজন গ্রাহক সর্বোচ্চ দুই কেজি চিনি, দুই লিটার তেল এবং এক কেজি মসুর ডাল কিনতে পারবেন। কেউ চাইলে একত্রেও কিনতে পারবেন। আবার আলাদা আলাদাও কিনতে পারবেন। চট্টগ্রাম জেলা বাদেও বৃহত্তর চট্টগ্রামে সাড়ে ৮ লাখেরও বেশি পরিবারের মাঝে ন্যায্যমূল্যের এসব পণ্য দেওয়া হবে।
আগের মতো এবার ট্রাকে সেল করা হবে না। টিসিবির নির্ধারিত ডিলারের দোকানে এসব পণ্য পাওয়া যাবে বলে জানান তিনি।