ময়মনসিংহের ভালুকায় পিকআপ থামিয়ে অস্ত্র ঠেকিয়ে ৭৫ হাজার ডিম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর ছয় জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফময়মনসিংহের ভালুকায় পিকআপ থামিয়ে অস্ত্র ঠেকিয়ে ৭৫ হাজার ডিম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর ছয় জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকালে তাদের ময়মনসিংহ আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ভালুকার ভরাডুবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল (৩৯), সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১), ত্রিশালের গোপালপুর এলাকার আবু রায়হান (২২), গুজিয়াম গ্রামের এনামুল হক (২৩) ও অলহরি গ্রামের সোহাগ আলী (৩০)।
এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। ৩০ মে রাত সোয়া ২টার দিকে ভালুকার ভরাডোবা এলাকার উথুরা সড়কে পিকআপ থামিয়ে অস্ত্র ঠেকিয়ে ৭৫ হাজার মুরগির ডিম ছিনতাই করে নিয়ে যায় তারা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম বলেন, চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানেজার সবুজকে অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে ৭৫ হাজার ডিম নামিয়ে নেয় একদল ডাকাত। এ সময় মমিন, সুমন মিয়া ও সবুজকে প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে রাখা হয়। ঘটনার পরদিন ভালুকা মডেল থানায় মামলা করা হয়। এ মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ডিম বহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিম ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন। তারকৃতরা হলো ভালুকার ভরাডুবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল (৩৯), সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১), ত্রিশালের গোপালপুর এলাকার আবু রায়হান (২২), গুজিয়াম গ্রামের এনামুল হক (২৩) ও অলহরি গ্রামের সোহাগ আলী (৩০)।
শনিবার বিকালে তাদের ময়মনসিংহ আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। ৩০ মে রাত সোয়া ২টার দিকে ভালুকার ভরাডোবা এলাকার উথুরা সড়কে পিকআপ থামিয়ে অস্ত্র ঠেকিয়ে ৭৫ হাজার মুরগির ডিম ছিনতাই করে নিয়ে যায় তারা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম বলেন, চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানেজার সবুজকে অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে ৭৫ হাজার ডিম নামিয়ে নেয় একদল ডাকাত। এ সময় মমিন, সুমন মিয়া ও সবুজকে প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে রাখা হয়। ঘটনার পরদিন ভালুকা মডেল থানায় মামলা করা হয়। এ মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ডিম বহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিম ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন।