রাজধানীর মিটফোর্ড ও কুমিল্লা থেকে দেশি-বিদেশি নকল ওষুধ তৈরি ও বাজারজাতকারী চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৬ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ পিস নকল ওষুধ ও চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগরীর মিটফোর্ট, কুমিল্লা জেলার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—মো. কবির হোসেন (৪৪), আইনুল ইসলাম (৩২), মো. মোরশেদ আলম শাওন (৩৫), আল আমিন চঞ্চল (৩৫), মো. সাগর (১৯), মো. আবির (২১), মো. রুবেল (২৩), মো. নাজিম উদ্দিন (৪২), মো. তৌহিদ (২৮) ও মো. পারভেজ (৩২)।
চক্রটি দেশীয় নামি-দামি ব্র্যান্ডের বেশি প্রচলিত ওষুধ নকল করে বাজারে ছড়িয়ে দিতো। চক্রটির মূলহোতা মো. কবির হোসেন ও মোরশেদ আলম শাওন নকল ওষুধ তৈরি করে নাজিম উদ্দিন, আল আমিন চঞ্চল, মো. তৌহিদ, মো. সাগর, আবির, রুবেল, পারভেজ, আইনুলদের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র কোতোয়ালি থানায় মামলা হয়েছে।