বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের ২৮০ চিকিৎসকের চাকরি স্থায়ীকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চাকরি স্থায়ী হওয়া চিকিৎসকদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২৬৪ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সরকারি ডেন্টাল সার্জনের ১৬ জন কর্মকর্তা রয়েছেন।
গত ১৮ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (পার) সভাপতিত্বে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত কমিটির সভায় তাদের চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত হয়।
এছাড়া বার্ষিক গোপনীয় অনুবেদন বিরূপ মন্তব্য থাকায়/বার্ষিক গোপনীয় অনুবেদন না থাকায়/শৃঙ্খলা মূলক প্রতিবেদন সন্তোষজনক না থাকায়/বিসিএস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ এর ৮(এফ)(জি) এর শর্ত পূরণ না হওয়ায় সব চিকিৎসকের চাকরি স্থায়ী করার সুপারিশ করা হয়নি।