কুমিল্লায় বেড়াতে এসে বন্ধুদের হাতে অপহরণের শিকার হন রমজান হোসেন (৩৫) নামের এক যুবক। চারদিন পর অপহৃত রমজানকে উদ্ধার করেছে র্যাব ১১ সিপিসি ২ এর সদস্যরা। এ ঘটনায় অপহণরকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. মোতাহার হোসেন (৩০), একই উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪১) এবং গাজীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. সায়মুন (১৯)।
এ বিষয়ে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারদের বাড়িতে রমজান হোসেন বেড়াতে আসেন। সে সুবাদে তারা তাকে নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা বিবির বাজারে ঘুরতে যায়। সেখানে তারা ইফতার করে। ইফতার শেষে রমজান হোসেন চলে আসতে চাইলে মাদক ব্যবসায়ী শাহিন ওরফে স্টার শাহিন ও তার দলের সদস্যরা তাকে বাধা দিয়ে বলে, এভাবে যাওয়া যাবে না এখান থেকে মুক্তি পেতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে। এ বলে রমজানের হাত পা বেঁধে মারধর শুরু করে তারা। এ সময় নির্যাতনের দৃশ্য ভিডিও ধারন করে কলে তার স্ত্রীকে দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণ না পেলে তাকে হত্যার হুমকি দেয়।
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, রমজান হোসেনের স্ত্রীর করা অভিযোগ তদন্ত করে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ১৫ এপ্রিল সকালে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকায় থেকে রমজান হোসেনকে উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের মুল হোতা মাদক ব্যবসায়ী মো. শাহিন ওরফে স্টার শাহিন পালিয়ে যায়।