1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দেবীদ্বা‌রে থানায় মামলা দেওয়ার জের ধ‌রে হামলা,ভাংচুর,লুটপাট ও প্রাণনা‌শের হুম‌কি

‌মিজানুর রহমান/দেবীদ্বার:
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৪২ বার পঠিত

কু‌মিল্লা দেবীদ্বার উপ‌জেলার তুলাগাঁও গ্রা‌মে সম্প‌ত্তি নি‌য়ে বি‌রো‌ধ ও থানায় অ‌ভি‌যোগ করার জের ধ‌রে ব‌্যবসা‌য়ি আবুল হা‌শেমের বা‌ড়ি‌তে হামলা, ভাংচুর, লুটপা‌ঠ ক‌রে র‌হিম মিয়া, ম‌লেকা বেগম ও আ‌ছিয়া বেগম‌ না‌মের তিন বৃদ্ধা‌কে পি‌টি‌য়ে গুরুত্ব আহত করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

২ মার্চ শ‌নিবার রা‌তে বিবাদী ফুল মিয়া ও তার দুই ছে‌লে
থানায় মামলা দা‌য়ের করার জেরে এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে ব‌লে অ‌ভিযোগ ক‌রেন ভুক্ত‌ভোগী আবুল হা‌শেম।

স্থানীয় লোকজন ও অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা যায়, তুলাগাঁও গ্রা‌মের আব্দুর র‌হি‌মের ছে‌লে আবুল হা‌শেম ও ফুল মিয়ার ছে‌লে স‌ফিউল্ল‌্যাহর সা‌থে বা‌ড়ির চলাচ‌লের রাস্তা ও সম্প‌ত্তি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছিল। গত মা‌সের ২৭ মার্চ প্রতিপক্ষরা রাস্তা দখল কর‌ার চেষ্টা কর‌লে তা‌দের বিরু‌দ্ধে থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন আবুল হা‌শেম।

অ‌ভি‌যোগ পে‌য়ে দেবীদ্বার থানার এসআই ম‌মেন ঘটনাস্থলে হা‌জির হ‌য়ে বিষয়‌টি তদন্ত ক‌রে উভয় পক্ষ‌কে প‌রের দিন থানায় হা‌জির হওয়ার নি‌র্দেশ দেন। থানায় বাদী প‌ক্ষের লোকজন হা‌জির হ‌লেও বিবাদীরা থানায় যাওয়া থে‌কে বিরত থা‌কে।

থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ও পু‌লি‌শকে খবর দেওয়ার জের ধ‌রে বিবা‌দী ফুল মিয়া তার দুই ছে‌লে স‌ফিউল্লাহ ও ইসমাইল চল‌তি মা‌সের ২ ফেব্রুয়া‌রি রাত আনুমা‌নিক সা‌ড়ে বারটার সময় দেশীয় অস্ত্র দা ছে‌নি ও লোহার রড় নি‌য়ে আবুল হা‌শেমের বা‌ড়িতে হামলা চা‌লি‌য়ে ভাংচুর ও দরজা খু‌লে টাকা ও স্বর্ণালংকার লুটপাট ক‌রে। এ সময় ঘ‌রে ঘুু‌মি‌য়ে থাকা আবুল হা‌শেম এর পিতা র‌হিম মিয়া,মা ম‌লেকা বেগম ও দাদী আ‌ছিয়া‌ বেগম‌কে পি‌টি‌য়ে জখম ক‌রে।

ঘর থে‌কে বের হ‌য়ে যাওয়ার সময় বিবাদী স‌ফিউল্লাহ থানা থে‌কে মামলা তো‌লে না আন‌লে আবুল হা‌শেম‌কে হত্যা করে লাশ গুম করার হুম‌কি প্রদান ক‌রে। প্রভাবশালী বিবাদী‌দের হুম‌কি দম‌কি‌তে নিরাপত্তাহীনতায় প‌থে প‌থে ঘু‌রে বেড়া‌চ্ছে আবুল হা‌শেম। এ ঘটনার বিষ‌য়ে দেবীদ্বার থানার ও‌সি‌কে ফোন ক‌রে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com