1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডাকাতির নাটক সাজিয়ে প্রতিবন্ধী ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা ক‌রে চাচা রাজধানীর কাকরাইলে সভা সমা‌বেশ নি‌ষিদ্ধ নারায়ণগঞ্জ মহানগর ১৪ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি অনুমোদন শোক সংবাদ: নারায়ণগ‌ঞ্জের রিটন দে আর নেই সারজিস ও হাসনাতকে রংপু‌রে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির নারায়নগঞ্জের কালিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খানের মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ ও মিছিল। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না : সাকি।বিস্তারিত ভিডিও তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা সোনাইমুড়ী উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ

নারী শিক্ষার্থী কা‌রিগ‌রি‌তে ২৬.৩৮ শতাংশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬১ বার পঠিত

বর্তমানে দেশে কারিগরি শিক্ষায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ২৬ দশমিক ৩৮ শতাংশ নারী। ফলে ২০২০ সালের মধ্যে কারিগরিতে শিক্ষার্থী ভর্তি (এনরোলমেন্ট) ২০ শতাংশে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়নি।

রোববার (২০ মার্চ) সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।

কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিন অংশ নেন।

বৈঠকে কারিগরি শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উত্থাপন করা হয়। এতে জানানো হয়, বর্তমানে কারিগরিকে ১৩ লাখ ৮৭ হাজার ৬৯১ জন শিক্ষার্থী রয়েছেন। সার্বিক শিক্ষার্থী ভর্তির বিবেচনায় কারিগরিতে এনরোলমেন্টের হার ১৭ দশমিক ২৫ শতাংশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কারিগরিতে ২০২৫ সালে ২৫ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ, ২০৪১ সালে ৪১ শতাংশ এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা রয়েছে।

অবশ্য চলতি বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সরকার ২০৪১ সালে কারিগরিতে এনরোলমেন্টোর হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এদিকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য মতে, ২০১৮ সালে মোট এনরোলমেন্ট ৭৮ লাখ ৬৭ হাজার ৮২৯ জন। যেখানে কারিগরি শিক্ষায় ১২ লাখ ৬২ হাজার ৭৬১ জন, অর্থাৎ এনরোলমেন্টের হার ১৬ দশমিক শূন্য ৫ শতাংশ। এই হিসেবে চার বছরে এনরোলমেন্ট বেড়েছে এক দশমিক ২০ শতাংশ। এ সময় শিক্ষার্থী বেড়েছে এক লাখ ২৪ হাজার ৯০০ জন।

সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি বৃত্তি সনদপ্রাপ্ত ব্যক্তিদের কারিগরি শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com