চট্টগ্রামে বৈদেশিক ডাকে গৃহস্থালি পণ্যের আড়ালে আসা দুইটি পিস্তল ও ৬০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর বন্দর থানায় মামলাটি করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।
মামলায় ডাক প্রেরক রাজিব বড়ুয়া ও প্রাপকের ঠিকানায় নাম থাকা আগ্রাবাদের সিজিএস কলোনির কামরুল হাসানকে আসামি করা হয়েছে।
কাস্টমসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) সালাহউদ্দিন রিজভী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় বন্দর থানায় অস্ত্র আইনে মামলা হয়। যার নম্বর ২৮।
কাস্টমস সূত্রে জানা গেছে, ইতালি থেকে রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি বৈদেশিক ডাকে একটি পার্সেল পাঠান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমসের প্রিভেন্টিভ শাখা জানতে পারে, পার্সেলের প্যাকেটে অবৈধ বস্তু রয়েছে। পরে রোববার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে প্যাকেট খুলে তাতে কিছু গৃহস্থালি পণ্যের সঙ্গে কাগজে মোড়ানো দুইটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পিস্তল দুটি ইতালির তৈরি। একটি পিস্তলের গায়ে জিএপিকেএএল ৮এমএমকে লেখা। আর ওজন লেখা আছে ৯৪০ গ্রাম। আরেকটির গায়ে লেখা, ৬এমএম বি বেরেটা পিএক্স৪ স্টর্ন।
মামলার বিষয়ে বন্দর থানার ওসি জাহেদুল কবির সোমবার (২১ ফেব্রুয়ারি) বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ব্যক্তির ঠিকানায় পার্সেলটি এসেছে, আগ্রাবাদের সিজিএস কলোনি, সেখানে কামরুল নামের এক ব্যক্তি থাকেন। এখন ওই ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।