চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি মো. উকিল আহাম্মদকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই হত্যা মামলার দুই নম্বর আসামি উকিল আহাম্মদ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাকলিয়া থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উকিল আহাম্মদ কক্সবাজারের মহেশখালীর ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলমের ছেলে।
র্যাব জানায়, গত বছরের ৫ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া এলাকায় আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার প্রতিপক্ষ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড়ভাই মহেশখালী থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই পলাতক ছিলেন উকিল আহাম্মদ।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, স্বাভাবিক জীবনে ফেরার পরও প্রতিপক্ষের হাতে আলাউদ্দিন খুন হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলার আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত করে র্যাব। একপর্যায়ে উকিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মহেশখালী থানায় পাঠানো হচ্ছে।
২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছাড়েন আলাউদ্দিন।