১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মহামারি করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পুরুষ মারা যায় ২ হাজার ৯৮৭ এবং নারী ৭৯৪ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৮১২ (৪৭ দশমিক ৯২ শতাংশ), চট্টগ্রামে ৮৫০ (২২ দশমিক ৪৮শতাংশ), রাজশাহী বিভাগে ২৫০ (৬ দশমিক ৬১ শতাংশ), খুলনা বিভাগে ৩০৯ (৮ দশমিক ১৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৪৭ (৩ দশমিক ৮৯ শতাংশ), সিলেট বিভাগে ১৭৪ (৪ দশমিক ৬০ শতাংশ), রংপুর বিভাগে ১৫৭ (৪ দশমিক ১৫ শতাংশ) ও ময়মনসিংহে ৮২ জন (২ দশমিক ১৭ শতাংশ) মারা গেছেন।
বিভাগ অনুযায়ী পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু হয়। তার মধ্যে ঢাকা বিভাগে ২১, চট্টগ্রামে তিন, রাজশাহীতে তিনজন, খুলনায় সাতজন, বরিশালে তিন, রংপুরে তিন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৭ জন।মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১জন মারা গেছেন। সর্বমোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৮১ জন।`