কুমিল্লায় র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা কোতয়ালি ও সদর দক্ষিন থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, আজ রোববার ২৩ জানুয়ারি কুমিল্লা কোতয়ালি ও সদর দক্ষিন থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৪৯), কুমিল্লা বুড়িচং থানার আবিদপুর গ্রামের আঃ রহিম এর ছেলে মোঃ আলাউদ্দিন(৩৫), কোতয়ালী থানার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক(৪০), দেবিদ্ধার থানার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মোঃ রনি(২৩), কোতয়ালী থানার শামন্যাছা গ্রামের মৃত আঃ মতিন এর ছেলে মোঃ মোশারফ হোসেন শফিক(১৯), ছোটরা এলাকার মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মোঃ জামাল মিয়া(৫৫), সদর দক্ষিন থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন(১৯), রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(১৯), কোতয়ালী থানার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ নাছির(২৬)।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লক্ষ সাতান্ন হাজার ৫০০ টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ, মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে ।