করোনা আক্রান্ত হয়ে মালদ্বীপে এক বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদ্বীপের হেলথ প্রোটেকশন এজেন্সি (এইচপিএ) জানিয়েছে, গতকাল ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি হেলথ সেন্টারে পৌঁছানোর পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ দাঁড়িয়েছে।
মালদ্বীপে সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড হয়েছিল ৬ জানুয়ারি। মালদ্বীপের দৈনিক করোনা আক্রান্ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এইচপিএ এর তথ্য অনুসারে, মালদ্বীপে নতুন করে করোনায় শনাক্ত ৯৬৭ জনের মধ্যে রাজধানীতে আক্রান্ত ৪৭৫। আইল্যান্ডে, ২৯০। রিসোর্টে ৮৭। লাইভবোর্ড ২ জনের। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১০১৪১৮ জনের।
গত ২৪ ঘণ্টায় ২০৩ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৯৫ হাজার ২৫৯ জন। মালদ্বীপে এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৮৮১ জন। হাসপাতালে ভর্তি আছে ২২ জন।