ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮৩টি। এসব দুর্ঘটনায় ৪১৮ জন নিহত এবং ৪৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও শিশু ৪৯ জন। এ সময়ে ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৭৮ জন।
দুর্ঘটনায় ১২৭ জন পথচারী নিহত হয়েছেন । যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৯ জন।
ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা নিয়ে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে।
এ সময়ে তিনটি নৌযান ডুবে তিনজন নিহত এবং আটজন নিখোঁজ হয়েছেন। এছাড়া সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৯ জন নিহত হয়েছেন। ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং অজ্ঞাত অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।এছাড়া রেলপথে ১৩টি দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
যানবাহনভিত্তিক নিহতের চিত্র:
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেলচালক ও আরোহী ১৭৮ জন, বাসের যাত্রী ১১ জন , ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরির যাত্রী ১৮ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্সের যাত্রী ১২ জন, থ্রি-হুইলারের যাত্রী ৪৫ জন স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৬ জন এবং পায়েলচালিত বাহনের আরোহী ১১ জন নিহত হয়েছেন।
এছাড়া নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন।