কুমিল্লায় র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক দুটি অভিযানে সদর দক্ষিণ ও বুড়িচং এলাকা থেকে ৪১ কেজি গাঁজা ও ১৪ বোতল ভদকা মদসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি টিম ৩০ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোরাপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ইমরান(১৯)।
পৃথক আরও একটি অভিযানে বুধবার ২৯ ডিসেম্বর কুমিল্লা বুড়িচং থানাধীন হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৪ বোতল ভদকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব ১১ সিপিসি ২ এর সদ্যরা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালী থানাধীন উত্তর দূর্গাপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ শাহিদ উদ্দিন শাকিল(২৮) আড়াইওরা গ্রামের মৃত জয়দুল হোসেন এর ছেলে মোঃ রিপন(৩০)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব।