কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টহলরত দল বিশেষ অভিযান চালিয়ে কোতয়ালী থানাধীন সদর পাঁচথুবী ইউপির গোলাবাড়ি এলাকায় নির্বাচনী সহিংসতার জন্য তৈরি বিপুল পরিমান ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেফতার করে। বিষয়টি নাগরিক খবরকে নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি- ২ এর একটি আভিযানিক দল শনিবার ২৫ ডিসেম্বর কুমিল্লা কোতয়ালী থানাধীন পাচথুবী ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোলাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯টি ককটেল, ৭টি রামদা, ১টি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামাদিসহ সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ হৃদয়(২২), পিতা-উজির মিয়া, সাং-কাটাবিল, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা, ২। মোঃ রিপন(২৮), পিতা-মোজ্জাফর, সাং দৌলতপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৩। মোঃ
রবিউল ইসলাম(২৭), পিতা-মৃত বাদল মিয়া, সাং-চাঁনপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৪। মোঃ
জুয়েল(২৫), পিতা-হাসান মিয়া, সাং-০১নং মুরাদপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৫। মোঃ রুবেল(২৬),
পিতা-সিরাজ মিয়া, সাং-ঢুলিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৬। ফজলুর রাব্বি(২৪), পিতা-বাবুল মিয়া, সাং-কাপ্তান বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৭। মাহমুদ উল্লাহ্(২৩), পিতা-আব্দুল জলিল, সাং-বুডবুড়িয়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।