1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চাষাড়ায় ছাত্র দল কর্মী কে ছুরিঘাত করে হত্যা উ‌খিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি , নিহত ১ ধর্ষক‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবী‌তে মহাসড়ক অব‌রোধ ক‌রে জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা কু‌মিল্লার ১৭ উপ‌জেলায় ১১ জন নারী ইউএনও কর্মরত ১৪ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের ইফতারের আয়োজন কু‌মিল্লা দেবীদ্বারে অজ্ঞাত নারীর লাশের প‌রিচয় পাওয়া গে‌ছে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুর মিয়া‌কে কুপিয়ে হত্যা ‌দৈ‌নিক কাল‌বেলার কু‌মিল্লা ব্যু‌রো চিফ হ‌লেন মাসুক আলতাফ চৌধুরী ধ্বংসস্তূপে ইফতার করলেন ফি‌লি‌স্তি‌নিরা পাবনার সাঁ‌থিয়ায় সড়কে গাছ ফে‌লে ৪০ গাড়ী‌তে ডাকা‌তি

কু‌মিল্লা পাঁচথুবী‌র ৪ নং ওয়া‌র্ডে জন‌প্রিয়তার শী‌র্ষে মোতা‌হের মেম্বার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৭২ বার পঠিত

আসন্ন ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডবাসীর নয়‌নের ম‌নি ও বর্তমান মেম্বার মোতা‌হের হো‌সেন জন‌প্রিয়তার শী‌র্ষে র‌য়ে‌ছে তার অবস্থান।

৪ নং ওয়ার্ডের একা‌ধিক ভোটা‌রের সা‌থে কথা ব‌লে জানা যায়, এর আ‌গের নির্বাচ‌নে এ ওয়ার্ড থে‌কে বিপুল ভো‌টে জয়লাভ ক‌রে‌ছেন তরুন সমাজ‌ সেবক মোতা‌হের হো‌সেন। অতী‌তে তার সামা‌জিক কর্মকান্ড ই‌তিবাচক হি‌সে‌বে ফু‌টে ও‌ঠে। ‌সমা‌জের গরীব দু:খী অসহায় নির্যা‌তিত মানু‌ষের পা‌শে থে‌কে সার্বিক সহ‌যো‌গিতা করায় ওয়ার্ডবাসী এবারও তা‌কে ভো‌টের মাধ‌্যমে নির্বা‌চিত কর‌বেন ব‌লে ঘোষণা দি‌য়ে‌ছেন ।

এবারের নির্বাচন নি‌য়ে মোতা‌হের হো‌সেন ব‌লেন, ওয়ার্ডবাসী আমার পা‌শে র‌য়ে‌ছে। গত পাঁচ যাবৎ ওয়ার্ডবাসীর সুখ দু‌খে পা‌শে ছিলাম। অবাধ সুষ্ট নির্বাচ‌নের মাধ‌্যমে ভোটারগন ভোট দি‌য়ে আমা‌কে বিজয়ী কর‌বেন ব‌লে শতবাক বিশ্বাস ক‌রি।

নির্বাচ‌নের পু‌র্বে পু‌রো ওয়া‌র্ডে জনমত জ‌রিপে মোতা‌হের হো‌সেন সবার চে‌য়ে এ‌গি‌য়ে র‌য়ে‌ছেন। মোতা‌হের হো‌সেন জন‌প্রিয় মেম্বার মেম্বার হি‌সে‌বে বিগত দি‌নে ব‌্যাপক সুনাম অর্জন ক‌রে‌ছেন। তি‌নি প্রার্থী হিসেবে জনগ‌নের জন‌্য প্রকৃত সেবক হি‌সে‌বে প‌রি‌চিতি লাভ ক‌রেন। পু‌রো ওয়া‌র্ডের ভোটার‌দের মু‌খে মু‌খে মোতা‌হের হো‌সেনের নাম শুনা গে‌ছে।

৫ নং পাঁচথুবী ইউ‌নিয়‌নের প্রভাবশালী আওয়ামীলী‌গ নেতা মেজবাউল হক ব‌লেন, দলমত নি‌র্বি‌শে‌ষে মোতা‌হের হো‌সেন সবার পছ‌ন্দের প্রার্থী। তি‌নি ব‌লেন এবারও আমরা ভো‌টের মাধ‌্যমে মোতা‌হের‌কে বিজয়ী করব।
স্থানীয় লোকজন ও ভে‌াটার‌দের সা‌থে কথা বলে জানা যায়, উক্ত ওয়া‌র্ডে অপর মেম্বার প্রার্থী স‌ফিউল বাশার ও ইকবাল হো‌সে‌নের সা‌থে ভো‌টের লড়াই‌য়ে বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে জয়ী হ‌বেন মোতা‌হের হো‌সেন। জনমত জ‌রি‌পে মোতা‌হের হো‌সেনের সমর্থন অ‌নেক বে‌শি। ‌২৬ তা‌রি‌খের ভো‌টের লড়াই‌য়ে কে হ‌বে জয়ী তা ওয়ার্ডবাসী ঘোষণা ক‌রেন মোতা‌হের হো‌সে‌নের নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com