1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কু‌মিল্লা ঝাউতলায় পুর্বশত্রুতার জের ধ‌রে “মা কন‌ফেকশনারী‌তে” হামলা-ভাংচুর, থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের

প্রধান প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৩১ বার পঠিত

কু‌মিল্লা ঝাউতলায় পুর্ব শত্রুতার জের ধ‌রে “মা কন‌ফেকশনারী” না‌মের এক‌টি দোকা‌নে প্রতিপক্ষ স‌জিব ও তার বা‌হিনীর সদস‌্যরা হামলা,ভাংচুর লুটপা‌ট করার অভি‌যোগ পাওয়া গে‌ছে। গতকাল শ‌নিবার বিকাল আনুমা‌নিক সা‌ড়ে চারটার সময় কু‌মিল্লা মহানগরীর ঝাউতলা মুন হস‌পিটা‌লের সা‌থে মা কনফেকশনারী‌ নামীয় দোকা‌নে এ ঘটনা‌টি ঘ‌টে। এ বিষ‌য়ে কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানায় দোকা‌নের মা‌লিক রু‌বেল ঘোষ বাদী হ‌য়ে দুজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাতনামা ৫/৬ জন‌কে আসা‌মি ক‌রে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

 

অ‌ভি‌যোগ ও স্থানীয় সু‌ত্রে জানা যায়, ঝাউতলা এলাকার রু‌বেল ঘোষ ও স‌জিব রায় এক সম‌য়ে যৌথভা‌বে পাথ‌রের ব‌্যবসা ক‌রে‌ছি‌লেন। প‌রে বি‌ভিন্ন বিষ‌য়ে মনমা‌লিণ্য হ‌লে তা‌দের সম্পর্কের অবন‌তি ও শত্রুতা সৃ‌ষ্টি হয়।

পুর্ব শত্রুতার জের ধ‌রে শ‌নিবার ১৮ ডি‌সেম্বর বি‌কেল আনুমা‌নিক সা‌ড়ে চারটার সময় স‌জিব ও সবুর না‌মের দুই যুবক তা‌দের সঙ্গীয় অজ্ঞাতনামা ৫/৬ নি‌য়ে রু‌বে‌লের মা কন‌ফেকশনারী দোকা‌নে অর্ত‌কিত হামলা চা‌লি‌য়ে দোকা‌নের কর্মচা‌রি ঝন্টু নয়ন‌কে মারধর ক‌রে আসবাপত্র ভাংচুর ও লুটপাট ক‌রে। এ সময় দোকা‌নের ক‌্যা‌শে থাকা নগদ এক লক্ষ প‌নের হাজার টাকা লুট ক‌রে। তাৎক্ষ‌নিক দোকা‌নের কর্মচারী ঝন্টু ও নয়নের চিৎকা‌রে আশ পা‌শের লোকজন এ‌গি‌য়ে আস‌লে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে।

এ ঘটনায় দোকা‌নের মা‌লিক রু‌বেল ঘোষ বাদী হ‌য়ে কোতয়ালী ম‌ডেল থানায় ননী গোপা‌লের ছে‌লে স‌জিব রায় ও সবুরের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাতনামা ৫/৬ জ‌নের না‌মে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের করে। বর্তমা‌নে পু‌রো এলাকায় থম থ‌মে অবস্থা বিরাজ কর‌ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com