কুমিল্লা ঝাউতলায় পুর্ব শত্রুতার জের ধরে “মা কনফেকশনারী” নামের একটি দোকানে প্রতিপক্ষ সজিব ও তার বাহিনীর সদস্যরা হামলা,ভাংচুর লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় কুমিল্লা মহানগরীর ঝাউতলা মুন হসপিটালের সাথে মা কনফেকশনারী নামীয় দোকানে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দোকানের মালিক রুবেল ঘোষ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঝাউতলা এলাকার রুবেল ঘোষ ও সজিব রায় এক সময়ে যৌথভাবে পাথরের ব্যবসা করেছিলেন। পরে বিভিন্ন বিষয়ে মনমালিণ্য হলে তাদের সম্পর্কের অবনতি ও শত্রুতা সৃষ্টি হয়।
পুর্ব শত্রুতার জের ধরে শনিবার ১৮ ডিসেম্বর বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় সজিব ও সবুর নামের দুই যুবক তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ৫/৬ নিয়ে রুবেলের মা কনফেকশনারী দোকানে অর্তকিত হামলা চালিয়ে দোকানের কর্মচারি ঝন্টু নয়নকে মারধর করে আসবাপত্র ভাংচুর ও লুটপাট করে। এ সময় দোকানের ক্যাশে থাকা নগদ এক লক্ষ পনের হাজার টাকা লুট করে। তাৎক্ষনিক দোকানের কর্মচারী ঝন্টু ও নয়নের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় দোকানের মালিক রুবেল ঘোষ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ননী গোপালের ছেলে সজিব রায় ও সবুরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। বর্তমানে পুরো এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে ।