১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোর মতো এ বছরেও প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি তার শুভেচ্ছার নিদর্শন স্বরূপ রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফুল, ফল ও মিষ্টি পাঠান।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উপহার সামগ্রী নিয়ে যান। এরপর তারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন।
এ সময় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের এবং শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
জাতি ৫১তম বিজয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের এদিনে, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি দখলদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনেন। ৫০ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।