রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৩,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো শারমিন আক্তার, মোছাঃ কুলছুম ও নাছিমা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) সন্ধ্যা সাতটায় খিলগাঁওয়ের রেলগেট এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি মতিঝিলের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল জানান, আমাদের নিকট তথ্য আসে যে কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য খিলগাঁওয়ের রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাতটায় টায় খিলগাঁওয়ের রেলগেট এলাকায় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনজন নারী পালাতে থাকে। তখন গ্রেফতার করা হয় শারমিন, কুলছুম ও নাছিমাকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় তিন হাজার পিস ইয়াবা।
গ্রেফতারকৃতরা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। খিলগাঁও থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।