কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিজয়পুর রেলগেট এলাকায় একটি পিকাপে তল্লাশী চালিয়ে বার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল আটটার সময় জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের ইনচার্জ এসআই পরিমল চন্দ্র দাস পিপিএমের নেতৃত্বে এএসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর দক্ষিন উপজেলার বিজয়পুর রেল লাইনের উপর চাঁদপুরগামী একটি পিকাপ আটক করে। এ সময় পিকাপে তল্লাশি চালিয়ে বার হাজার পিস ইয়াবা উদ্ধার ও তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার শুইলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সজিব হোসেন (২০) , হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত জনাব আলীর ছেলে মোঃ রুহুল আমিন @ রুবেল (২৭) এবং বি-বাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের ছাতলপাড় গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ মহসিন (১৯)। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ডিবি পুলিশ।