ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ জনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার বুধন্তি ইউনিয়নে দেলোয়ার হোসেন খান ও মো. মোবারক হোসেন, চান্দুরা ইউনিয়নে কাজী ফয়েজ, ইছাপুরা ইউনিয়নে জিয়াউল হক বকুল ও আকতার হোসেন, চম্পকনগর ইউনিয়নে ইউসুফ আলী ভূঁইয়া ও আনোয়ার হোসেন চৌধুরী, পত্তন ইউনিয়নে তাজুল ইসলাম ও সামসুল আলম ভূঁইয়া, চর ইসলামপুর ইউনিয়নে মোহাম্মদ ছানাউল্লাহ, বিষ্ণপুর ইউনিয়নে জামাল উদ্দিন ভূইয়া ও জসিম উদ্দিন চৌধুরী, হরষপুর ইউনিয়নে রাজিব চন্দ্র বনিক ও মো. শাহজাহান, পাহাড়পুর ইউনিয়নে অলি আহমেদ ও জসিম উদ্দিন মলাই এবং সিঙ্গারবিল ইউনিয়নে আল-আমিন ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের একাধিকবার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা তা করেননি। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হয়