রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ টিসিবির চাল ও আটাসহ কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ওই ব্যক্তির নাম- মো. মামুন ওরফে আব্দুস শুক্কুর কবিরাজ (৫০)।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর কাফরুল থানা এলাকায় সরকারঘোষিত ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী কালোবাজারিতে বিক্রি করছে বলে জানা যায়। এই খবরের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ কেজি চাল, ৪ হাজার ৫০০ কেজি আটা, এসব পণ্যের ২৪০টি খালি বস্তা, একটি ডিজিটাল ওয়েট মেশিন ও একটি সেলাই মেশিন জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে কালোবাজারিতে টিসিবির চাল ও ডাল বিক্রি করে আসছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত টিসিবির নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন তিনি।
মাজহারুল ইসলাম আরও বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ দেশব্যাপী নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণের চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে। এই খাদ্যসামগ্রী বিতরণকে ঘিরে যাতে কোনো দুর্নীতি না হয় সে বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা সত্ত্বেও করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রি হচ্ছে। এই খাদ্যসামগ্রী আত্মসাৎকারী ও কালোবাজারিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর।